ভারতে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’-তে সোহিনী-শুভ

লেখক:
প্রকাশ: ২ years ago

চলতি বছরের অক্টোবর মাসে মহাসমারোহে ভারতে যাত্রা শুরু করে চরকি। এখন আনন্দের সংবাদ হলো সেই ধারাবাহিকতায় ভারতে চরকি তাদের কনটেন্ট নির্মাণ শুরু করছে।
এ মাসের শেষের দিক থেকে শুরু হবে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’র শুটিং। বর্তমানে ঢাকায় সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং ওপার বাংলার সোহিনী সরকারকে দেখা যাবে এই সিরিজে। পরিচালনা করছেন রাহুল মুখার্জী।
সিরিজ ‘লহু’ নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সঙ্গে সিরিজটির গল্প ও প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

চলতি বছরটা আরিফিন শুভর বেশ ভালো কাটছে। সিনেমা হল এবং ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি। ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।’

সোহিনী সরকার

সোহিনী সরকার

‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সঙ্গে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যাঁরা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’ বললেন শুভ।

‘লহু’র জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন, জানতে চাইলে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন, তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’

আরিফিন শুভ

আরিফিন শুভচরকির সৌজন্যে

এর আগে রাহুল তৈরি করেছেন ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা। এই ওয়েব সিরিজের পটভূমি কেমন, তা জানিয়ে পরিচালক রাহুল মুখার্জী বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এ ছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে, সেটা কয়েক যুগের জন্য খুলে দেওয়া হচ্ছে। দুটি দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলব শিল্প দিয়ে।’ রাহুলের ভাষায়, ‘চরকি একটা ফ্যান্টাস্টিক প্ল্যা

আরও পড়ুন  আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
Uncategorizedঅটোমোবাইলঅন্যান্য খেলাঅপরাধঅর্থনীতিঅলিম্পিকআইন-আদালতআফ্রিকাইউরোপইসলামউচ্চশিক্ষাউদ্যোক্তাএআইএশিয়াওটিটিকলামকেনাকাটাক্যাম্পাসক্রিকেটখবরখেলাখ্রিষ্টানগৃহসজ্জাগ্যাজেটচাকরিচিঠিচীনছবিজাতীয়জীবনযাপনজেলাটালিউডটিপসটেনিসটেলিভিশনঢালিউডধর্মনিয়োগপড়াশোনাপরামর্শপরিবেশপরীক্ষাপাকিস্তানপ্রতিক্রিয়াপ্রযুক্তিফুটবলফ্যাশনফ্রিল্যান্সিংবলিউডবাণিজ্যবাংলাদেশবিজ্ঞানবিনোদনবিশ্ববিশ্ববাণিজ্যবৃত্তিবৌদ্ধব্যাংকভর্তিভারতভিডিওভ্রমণমতামতমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্ররাজধানীরাজনীতিরূপচর্চালাতিন আমেরিকাশিক্ষাশিল্পশেয়ারবাজারসনাতনসম্পর্কসম্পাদকীয়সর্বশেষসাইবার–জগৎসাক্ষাৎকারসাক্ষাৎকারসাক্ষাৎকারসুস্থতাস্টাইলস্মরণহলিউড এ সম্পর্কিত আরও পড়ুন: